বাংলাদেশের উত্তরাঞ্চলে ক্ষুদ্রায়তন চা চাষ সম্প্রসারণের নিমিত্তে বাংলাদেশ চা বোর্ডের নিজস্ব অর্থায়নে (ওডিএ রিভলভিং ফান্ড) “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন নর্দান বাংলাদেশ” শীর্ষক প্রকল্পটি বৃহত্তর রংপুর বিভাগের ৪টি জেলার ১৬টি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। মূল প্রকল্পটি (ডিপিপি) বিগত ১০.১১.২০১৫ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়। পরবর্তীতে ১৬.০১.২০১৮ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ১ম সংশোধিত প্রকল্পটি (আরডিপিপি) অনুমোদিত হয় এবং ১৩.০১.২০২০ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ২য় সংশোধন সাপেক্ষে প্রকল্পের আন্তঃখাত সমন্বয়জনিত সংশোধিত ব্যয় খাত অনুমোদিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল সেপ্টেম্বর ২০১৫ হতে জুন ২০২১ পর্যন্ত। প্রকল্পে সর্বমোট বরাদ্দ রাখা হয়েছে ৭৪০.০০ লক্ষ টাকা। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত অর্থছাড় হয়েছে ৪৮২.৭৯ লক্ষ টাকা এবং ব্যয় করা হয়েছে ৪০৬.৮৫ লক্ষ টাকা। ২০২০-২০২১ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ৩১৮.০০ লক্ষ টাকা ও ব্যয় হয়েছে ২২৪.৩৮ লক্ষ টাকা।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- উত্তরবঙ্গের চা চাষিদের সংগঠিত ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে ৫০০ হেক্টর (পঞ্চগড় ৩০০, ঠাকুরগাঁও ১৫০, নীলফামারী ২৫ এবং দিনাজপুর ২৫ হেক্টর) জমিতে চা আবাদি সম্প্রসারণ, নিবন্ধিত চা চাষিদের কারিগরি সহায়তা প্রদান, সময়ে সময়ে নতুন প্রযুক্তি চা চাষিদের মাঝে পোঁছানো, সল্পমূল্যে চা চাষিদের মাঝে উন্নত জাতের ক্লোনের চা চারা সরবরাহ, ক্ষুদ্র চা চাষিদের প্রশিক্ষণ প্রদান ইত্যাদি।
বাংলাদেশের উত্তরাঞ্চলে ক্ষুদ্রায়তন চা চাষ সম্প্রসারণের নিমিত্তে বাংলাদেশ চা বোর্ডের নিজস্ব অর্থায়নে (ওডিএ রিভলভিং ফান্ড) “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন নর্দান বাংলাদেশ” শীর্ষক প্রকল্পটি বৃহত্তর রংপুর বিভাগের ৪টি জেলার ১৬টি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। মূল প্রকল্পটি (ডিপিপি) বিগত ১০.১১.২০১৫ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়। পরবর্তীতে ১৬.০১.২০১৮ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ১ম সংশোধিত প্রকল্পটি (আরডিপিপি) অনুমোদিত হয় এবং ১৩.০১.২০২০ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ২য় সংশোধন সাপেক্ষে প্রকল্পের আন্তঃখাত সমন্বয়জনিত সংশোধিত ব্যয় খাত অনুমোদিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল সেপ্টেম্বর ২০১৫ হতে জুন ২০২১ পর্যন্ত। প্রকল্পে সর্বমোট বরাদ্দ রাখা হয়েছে ৭৪০.০০ লক্ষ টাকা। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত অর্থছাড় হয়েছে ৪৮২.৭৯ লক্ষ টাকা এবং ব্যয় করা হয়েছে ৪০৬.৮৫ লক্ষ টাকা। ২০২০-২০২১ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ৩১৮.০০ লক্ষ টাকা ও ব্যয় হয়েছে ২২৪.৩৮ লক্ষ টাকা।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- উত্তরবঙ্গের চা চাষিদের সংগঠিত ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে ৫০০ হেক্টর (পঞ্চগড় ৩০০, ঠাকুরগাঁও ১৫০, নীলফামারী ২৫ এবং দিনাজপুর ২৫ হেক্টর) জমিতে চা আবাদি সম্প্রসারণ, নিবন্ধিত চা চাষিদের কারিগরি সহায়তা প্রদান, সময়ে সময়ে নতুন প্রযুক্তি চা চাষিদের মাঝে পোঁছানো, সল্পমূল্যে চা চাষিদের মাঝে উন্নত জাতের ক্লোনের চা চারা সরবরাহ, ক্ষুদ্র চা চাষিদের প্রশিক্ষণ প্রদান ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস